নাটোরে নানা কর্মসূচির মাধ্যমে আন্তরর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি
নাটোরে "দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা" এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মাধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  পুনরায় সেখানে ফিরে যায়। এ পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, রেড ক্রিসেন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক জালাল উদ্দিনসহ কর্মকর্তাগণ। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কাউট, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।  
তবে এর আগে জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আকর্ষণীয় অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

bnewso

Comments